নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, পরামর্শ চাইলেন জনমত থেকে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ০২:২৩ অপরাহ্ণ   |   ১০৭ বার পঠিত
নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, পরামর্শ চাইলেন জনমত থেকে

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি প্রতীকী ‘নৌকা’ উপহার দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
 

রোববার (২ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে মুহাম্মদ ফাওজুল কবির খান জনমত জানতে চেয়েছেন। তিনি লিখেছেন, গত ১ নভেম্বর আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় তাকে একটি নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত তিনি তা গ্রহণ করেছেন। উপহারটিতে দূতাবাসের নাম উল্লেখ আছে এবং এটির সঙ্গে কোনো রাজনৈতিক প্রতীকের মিল নেই।
 

তিনি উল্লেখ করেছেন, এখন তিনি কিছু বিকল্প নিয়ে দ্বিধান্বিত:
১. নৌকাটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠানো, যা অসৌজন্যমূলক মনে হতে পারে।
২. সরকারি তোশাখানায় জমা দেওয়া, যদিও এটি খুব মূল্যবান নয়।
৩. নিজস্ব বা প্রবীণ নিবাসে রাখা।

 

সবশেষে তিনি লিখেছেন, “আপনার পরামর্শ পেলে উপকৃত হব।”