|
প্রিন্টের সময়কালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

১১ বছরে ভারত সীমান্তে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার


১১ বছরে ভারত সীমান্তে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার


২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল-ভুটানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই আটক করা হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে।

ভারতের পার্লামেন্ট লোকসভায় দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান। খবর এনডিটিভির

লোকসভায় উপস্থাপিত তথ্যে দেখা গেছে, ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকের সংখ্যা সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে রয়েছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল–ভুটান সীমান্ত। তবে ২০১৪ সালের পর থেকে ভারত–চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

একই সময়কালে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল–ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারী আটক করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়কালে এসব সীমান্তে আরও ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

 

তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫