|
প্রিন্টের সময়কালঃ ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ণ

রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র উত্তোলন


রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র উত্তোলন


মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী জেলা, ১৮ ডিসেম্বর – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
 

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টায় চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এই মনোনয়নপত্র গ্রহণ করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, যারা আবু সাঈদ চাঁদের প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসও উপস্থিত ছিলেন।
 

এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হোসেন, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহাবুর ইসলাম।
 

মনোনয়নপত্র উত্তোলন অনুষ্ঠানে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে।
 

নেতাকর্মীরা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে বাঘা ও চারঘাটের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি এই আসনে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ‘ধানের শীষ’ প্রার্থীর পক্ষে ভোট দেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫