মেঘনায় ১০টি বাল্কহেড, একটি ড্রেজার এবং ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ   |   ৭৬০ বার পঠিত
মেঘনায় ১০টি বাল্কহেড, একটি ড্রেজার এবং ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০টি বাল্কহেড, একটি ড্রেজার এবং ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
 

তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীনস্থ চাঁদপুর স্টেশনের একটি বিশেষ দল মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও ১০টি বাল্কহেড জব্দ করা হয় এবং ৩৮ জনকে আটক করা হয়।
 

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের চাঁদপুর সদর থানা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এই অভিযানে কোস্টগার্ডকে সহযোগিতা করে নৌ-পুলিশ।