সুদহার কমানো সহজ নয়, নানা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত: অর্থ উপদেষ্টা
রাজধানী, শনিবার — অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সুদহার কমানো খুব সহজ কাজ নয়; চট করে সুদহার কমিয়ে দেওয়া যায় না। এর সঙ্গে নানা অর্থনৈতিক ও নীতিগত বিষয় জড়িত। তবে তিনি জানান, ট্রেজারি বিলের সুদহার ইতোমধ্যে কমে ১০ শতাংশে নেমেছে, যা আগে ছিল ১২ শতাংশ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণাগ্রন্থ ‘ব্যাংকিং আলমানাক’–এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্যাংকিং আলমানাক-এর বোর্ড অব এডিটরসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ অন্যরা। বক্তারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে গবেষণাগ্রন্থটি আরও সমৃদ্ধ করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
অর্থ উপদেষ্টা বলেন, অনেকে বলেন কিছুই হয়নি—এভাবে শুধু সমালোচনা করা হয়। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের অর্থনীতি মোটামুটি স্থিতিশীল অবস্থায় এসেছে এবং ব্যাংক খাতেও স্থিতিশীলতা ফিরেছে। তিনি বলেন, “গোলাপের সঙ্গে কাটা থাকে। শুধু কাটা দেখলে হবে না, আগে গোলাপ দেখতে হবে।” অনেক চড়াই-উতরাই পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, দেশের অগ্রগতি কোনো একক সরকারের অবদান নয়; সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তাই সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে।
এ সময় ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতি কেমন আছে তা বোঝার জন্য মোটাদাগে পাঁচটি সূচক রয়েছে। তাঁর মতে, বর্তমান সরকারের সময়ে অর্থনীতির মূল ভিত্তিগুলো ভঙ্গুর অবস্থা থেকে শক্তিশালী দিকে অগ্রসর হয়েছে। তিনি সুশাসন জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সুশাসন বলতে কেবল আর্থিক দুর্নীতি দমন নয়; তথ্যের সঠিকতা নিশ্চিত করাও সুশাসনের গুরুত্বপূর্ণ অংশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬