উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতা দিতে চায় ভারত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
চিঠিতে জানানো হয়, দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। তার নির্দেশনায় হতাহতদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন হলে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়েছে হাইকমিশন।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আহতদের ভারতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
এর আগের দিন, সোমবার, এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে জানাই আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
তিনি আরও বলেন, “ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫