|
প্রিন্টের সময়কালঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ণ

শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, বিচার হবে কারা করবে—রিজভী


শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, বিচার হবে কারা করবে—রিজভী


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, হামলায় জড়িত শনাক্ত ব্যক্তি যদি ছাত্রলীগের নেতা হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খান, তাহলে এই ঘটনার বিচার হবে কারা করবে?
 

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
 

রিজভী বলেন, ঘটনার এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই এমন পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
 

তিনি আরও বলেন, শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের অনেক প্রভাবশালী নেতা বসবাস করেন। কিন্তু তারা কেন এ ধরনের হামলার শিকার হন না—এ প্রশ্নও স্বাভাবিকভাবেই উঠে আসে।
 

ওসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সাহসী ও সোচ্চার নেতা হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কীভাবে বলা হচ্ছে, তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? বিষয়টি ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি’—এই অবস্থার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
 

একজন ছাত্রনেতার ফেসবুক পোস্টের সমালোচনা করে রিজভী বলেন, সদ্য বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেই যেভাবে সিনিয়র রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে, তা শোভন নয়। তিনি বলেন, “আমরা আপনার চেয়ে ৩৬ বছর আগেই ছাত্ররাজনীতি করেছি। তখনও কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে এভাবে আক্রমণ করিনি।”
 

মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রায় পাঁচ দশকের রাজনীতিতে কখনো কেউ অভিযোগ তুলতে পারেনি যে তিনি কাউকে মারধর করেছেন। বরং অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি পরিচিত। এমন একজন মানুষ হঠাৎ করে কোনো তরুণ প্রার্থীকে আঘাত করবেন—এটা বিশ্বাসযোগ্য নয়।
 

হাদির ঘটনায় শনাক্ত ব্যক্তি যে ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিপির সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন—এ তথ্য উল্লেখ করে রিজভী বলেন, এই সংগঠনের ইতিহাস সবারই জানা। তিনি দাবি করেন, দিনের আলোতেই এখন সবকিছু স্পষ্ট হয়ে উঠছে এবং জনগণের পাশাপাশি প্রশাসনও প্রকৃত চিত্র বুঝতে পারছে।
 

এ ঘটনায় দৃষ্টান্তমূলক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫