|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:২০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল ও দাঁড়িপাল্লার শোডাউন


সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল ও দাঁড়িপাল্লার শোডাউন


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের উদ্যোগে বুধবার সালাতুল মাগরিবের পর অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল। হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে মিছিলটি পৌরসভা কার্যালয় মোড় থেকে শুরু হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ করে, পরে কলেজ রোডে প্রদক্ষিণ করে কলেজ রোড় মোড়ে এসে শেষ হয়। পুরো আয়োজন রূপ নেয় দাঁড়িপল্লার বিশাল শোডাউনে।

গণমিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ তৌহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা সেক্রেটারি ও সাবেক পৌর কমিশনার মোঃ তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আশরাফুর রহমান, উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মিসবাহুল আলম রাসেল, হাফেজ মোহাম্মদ আলী আকবর, উত্তর জেলা ছাত্রশিবির অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, মাহমুদুর রহমান জুয়েল, সাবেক কমিশনার মোঃ রায়হান উদ্দিন ও মোঃ মাহমুদুল করিম প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা জোরালো স্লোগান দিয়ে দাঁড়িপল্লা এলাকায় জামায়াতের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬