মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনি করা হয়।
এরপর বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মাদারগঞ্জ মডেল থানা, মাদারগঞ্জ পৌরসভা, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, সাব-রেজিস্ট্রার অফিস, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মাদারগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক, ইএসডিও, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, মাঠ প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয় এবং বীরমুক্তিযোদ্ধা ও অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ, হাসানুজ্জামান হীরা তালুকদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বিজয়মেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।