ধানমন্ডিতে ফের ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের শিক্ষার্থী সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
রাজধানীর ধানমন্ডিতে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
পুলিশ জানায়, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী লাঠি নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ এসে উভয় পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নেয়। এ সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হলেও পরে তাকে কলেজের অধ্যক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী ভাঙচুর চালায়। এতে ঢাকা কলেজের কয়েকজন আহত হন। খবর ক্যাম্পাসে পৌঁছালে দেড় শতাধিক ঢাকা কলেজের শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের সামনে অবস্থান নিয়ে হামলা চালায়। এতে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্য আহত হন। দুপুরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোড এলাকায় জড়ো হয়ে অবস্থান করছেন।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর ফলে ধানমন্ডির মিরপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি শান্ত করতে গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীরা ‘শান্তি চুক্তি’ করে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করলেও মাত্র এক মাসের মাথায় আবারও সংঘর্ষে লিপ্ত হলো তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫