মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি :-
মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের (যমুনা) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, আনসার বাহিনীর প্রতিনিধি উত্তম কুমার ধর ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যালি এবং সাংস্কৃতিকসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫