স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (সকাল) দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেজগাঁও থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। থানাসূত্রে জানা গেছে, মামলাটি থানার মামলা নম্বর–৫ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশন্য মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত কার্যক্রম চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। গুলিটি তার পাঁজরে লেগেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বুধবার রাতে গণমাধ্যমকে জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় মুছাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬