হাইকোর্টের নির্দেশ: সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের কাছে হস্তান্তর
ঢাকা: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর গুলশান–২–এর বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৫২ পৃষ্ঠার এই রায়ে বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে উল্লেখ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন। প্রায় এক বছর পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলো।
এর আগে, গত বছর রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আদালত তিন মাসের মধ্যে বাড়িটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন।
পূর্ণাঙ্গ রায়ে সরকারকে বাড়িটির দখল ৯০ দিনের মধ্যে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে সম্পত্তির অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া বাড়িটি বেসরকারি ব্যক্তিদের কাছে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়।
২০২২ সালের ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন।
বর্তমানে হত্যামামলায় আবদুস সালাম মুর্শেদী কারাগারে রয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫