|
প্রিন্টের সময়কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ০৮:০৭ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ডাকসু নির্বাচনী প্রচারণা শুরু ছাত্রদলের


মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ডাকসু নির্বাচনী প্রচারণা শুরু ছাত্রদলের


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 



 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থিত ‘স্মৃতি চিরন্তন’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা প্রচারণার সূচনা করে। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
 

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “আমরা প্রতিশ্রুতির রাজনীতিতে নয়, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। আসন্ন ডাকসু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান করে নেবে।”
 

তিনি আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, একইভাবে জুলাইকেও ধারণ করি। প্যানেল ঘোষণার পর আমরা প্রথমেই জুরাইন কবরস্থানে জুলাই শহীদ আনাসের কবর জিয়ারত করেছি। আজ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫