মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ণ   |   ২২৩ বার পঠিত
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 


পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
 

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 

প্রধান উপদেষ্টা বলেন, “স্বৈরশাসনের সময়ে অবৈধ আদেশ পালনের কারণে পুলিশ বাহিনীর সদস্যরা বহুবার জনরোষের মুখে পড়েছেন। এখন সময় এসেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার।”
 

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু — এ ভাবমূর্তি নতুন করে প্রতিষ্ঠা করতে হবে।”
 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র-বাসস