মেহজাবীন ও সিয়ামের রহস্যময় পোস্টের আসল কারণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৪ ০৬:৩২ অপরাহ্ণ   |   ৪১৯ বার পঠিত
মেহজাবীন ও সিয়ামের রহস্যময় পোস্টের আসল কারণ

গত সোমবার (২২ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদের পরস্পরবিরোধী পোস্ট ভক্তদের মনে দ্বিধা তৈরি করেছিল। অনেকেই তাদের বন্ধুত্বের ভাঙন বলে মনে করেছিলেন।

 

কিন্তু আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মেহজাবীন ফেসবুকে সব রহস্য উন্মোচন করেন। তিনি জানান, তাদের পোস্টগুলো ছিল একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। মেহজাবীন লেখেন, "সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো।"

 

তিনি আরও বলেন, "বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।"

 

মেহজাবীন মনে করেন, মসৃণ সম্পর্কে কিছু খুনসুটি-অভিমান থাকা প্রয়োজন। কারণ, "অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।"