আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শহিদুল ইসলাম (বাবুল) হাজরা (৬৮)। তিনি জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগরের পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
 

নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল জানান, নির্বাচনী কাজের জন্য তার মামা বুধবার ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ শনাক্ত করেন।
 

তিনি আরও জানান, শহিদুল ইসলাম হাজরার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানায়। তিনি আকবর আলী হাজরার ছেলে এবং দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।