কদমতলীতে বিস্ফোরণে শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৮ অপরাহ্ণ   |   ২৮২ বার পঠিত
কদমতলীতে বিস্ফোরণে শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
 

রাজধানীর কদমতলী থানার স্মৃতিধারা ৪ নম্বর রোডে মোবারক হোসেনের বাড়িতে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নুরুল ইসলাম (৮) নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
 

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে স্মৃতিধারা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখেন, শিশুটির হাত গুরুতর আহত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।
 

এ বিষয়ে কদমতলী থানার ওসি (তদন্ত) বলেন, "এখনো আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"