ডেস্ক নিউজ:
চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর – স্বাধীনতার ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ১৬ ডিসেম্বর রাত ১২:০১ মিনিটে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির ভাইস চেয়ারম্যান এম. এ. হালিম।

পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সচিব ও কেন্দ্রীয় কমিটির ক্রাইম সেক্রেটারি মো: কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম এবং বিভাগীয় কমিটির যুগ্ম সচিব মো: তানভির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য মানবাধিকারকর্মী এবং নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মো: রেজাউল করিম, মো: সবুজ, মো: মামুন বালি, মো: তাজুল ইসলাম, মো: আলাউদ্দীন, মো: আমির হামজা, মো: আইনুল, নারী নেত্রী শাহনাজ বেগম, শাহনাজ পারভীন, মঞ্জুমা আক্তার, মো: জিয়াউল হক, মো: সোহেল, মো: সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সকলকে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের সার্বিক সহযোগিতা দিতে হবে।