বনপাড়া শহর তৃনমুল নেতা-কর্মীদের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০ অপরাহ্ণ   |   ১১১ বার পঠিত
বনপাড়া শহর তৃনমুল নেতা-কর্মীদের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

সুরুজ আলী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে বনপাড়া শহর তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল (৮ সেপ্টেম্বর) বনপাড়া পৌর মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূর আলম মিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান মেমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সজিব ভূঁইয়া, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিমুল ইসলাম নয়ন প্রমুখ। 
 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ নেতৃত্ব আলামিন হক বাবু, মোঃ নজরুল ইসলাম কাজী, জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল বারী, মোঃ সৈকত হোসেন, লালন প্রামানিক, তারেক রহমান সহ বনপাড়া পৌর শহরের ১২ টি ওয়ার্ডের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।