শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলছেন না লিটন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৩ ০৬:১৬ অপরাহ্ণ   |   ৩৩৭ বার পঠিত
শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলছেন না লিটন

শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলছেন না লিটন দাস। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু জানিয়েছেন, ওপেনারের জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতার উপসর্গ এখনো রয়ে গেছে। তাই এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

নান্নু বলেন, ‘লিটন ধীরে ধীরে উন্নতি করছে। দুই দিন সময় লাগবে। প্রথম ম্যাচ মিস করব। আমি কোনো বিকল্প ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠুন। জ্বর কমছে।’ এর মধ্য দিয়ে এশিয়া কাপ শুরুর আগে বড়সড় ধাক্কা খেলো বাংলাদেশ।

বাংলাদেশ পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে। এরপর আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা। ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।