|
প্রিন্টের সময়কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ০৫:০৫ অপরাহ্ণ

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা, ব্যাখ্যা দিলেন আনচেলত্তি


নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা, ব্যাখ্যা দিলেন আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক:-

 

আগামী ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা ও সাড়ে ৫টায় শুরু হবে এই দুটি ম্যাচ। দল ঘোষণায় বড় চমক রেখেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
 

রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও এদার মিলিতাওকে এবার দলে রাখেননি তিনি। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় নেইমার জুনিয়রকেও ডাকা হয়নি। তবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মোনাকোর লেফট-ব্যাক কায়ো হেনরিক। এছাড়া ব্রাজিলে ফেরা অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক খেলোয়াড় স্যামুয়েল লিনো ও জেনিথের ডগলাস সান্তোসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন ডিফেন্ডার মুরিলো ও বেরালদো। ফিরেছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা, বাদ গেছেন জেরসন।
 

সবচেয়ে বড় চমক ক্রুজেইরোর তরুণ স্ট্রাইকার কায়ো জর্জ। দুর্দান্ত ফর্মে থাকায় তাকেও জায়গা দিয়েছেন আনচেলত্তি। এছাড়া জেনিথের লুইস হেনরিকেও রয়েছেন তার পরিকল্পনায়।
 

নেইমারকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আনচেলত্তি বলেন,
“নেইমারকে পরীক্ষা করার কিছু নেই। সবাই জানে সে কতটা বড় খেলোয়াড়। তার এখন কেবল বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠাই সবচেয়ে জরুরি।”

 

রদ্রিগোকে বাদ দেওয়ার বিষয়ে তিনি জানান,
“জাতীয় দলে খেলার শর্ত একটাই—শতভাগ ফিটনেস। সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। হ্যাঁ, তার যদি ব্যাখ্যা প্রয়োজন হয়, সরাসরি আমাকে ফোন করতে পারে। রদ্রিগোর কাছে আমার নাম্বার আছে।”

 

ভিনিসিয়াসকে না রাখার ব্যাখ্যায় ব্রাজিলি সংবাদমাধ্যম জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে তিনি চিলির বিপক্ষে খেলতে পারবেন না। এক ম্যাচের জন্য ভ্রমণের কষ্ট না দিয়ে তাকে বিশ্রাম দেওয়াই যৌক্তিক মনে করেছেন কোচ। একইভাবে দীর্ঘ ইনজুরি থেকে ফেরায় মিলিতাওকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
 

পাকুয়েতাকে ফেরানো প্রসঙ্গে আনচেলত্তি বলেন,
“আমি তাকে কাছ থেকে দেখতে চাই, আরও ভালোভাবে বুঝতে চাই।”

 

তিনি আরও জানান, বিশ্বকাপের আগে অন্তত ৫০-৫৫ জন ফুটবলারকে দেখে রাখার পরিকল্পনা আছে তার। এজন্যই আগুয়েস্তো, আন্দ্রিয়েস পেরেইরা, দানিলোদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে।
 

ব্রাজিলের দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সৌজা (করিস্থিয়ান)

ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো রিবেইরো (লিলি), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কায়ো হেনরিক (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিথ), ফ্যাবরিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), মার্কুইনোস (পিএসজি), ভ্যান্ডারসন (মোনাকো), ওয়েলসলি (রোমা)

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানইউ), জোয়েলিংটন (নিউক্যাসল, ইনজুরি), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম)

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়াম (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কায়ো জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিথ), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫