|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ০১:১০ অপরাহ্ণ

জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার


জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার চর ভাটিয়ানী এলাকার কাটাখালী নদী থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (১২)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নৌকা ডুবে পাঁচ শিশু নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে উদ্ধার করা হয় আরেকজনের মরদেহ। আর রোববার সকালে উদ্ধার হলো সর্বশেষ বৈশাখীর মরদেহ।
 

নিহত শিশুরা হলো— প্রবাসী দুদু মিয়ার সন্তান আবু হাসান (৮) ও পলি আক্তার (১২), তাদের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) এবং হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।
 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর তিনটার দিকে কাটাখালী নদীতে নৌকা ভাসিয়ে খেলছিল শিশুরা। এক পর্যায়ে আবু হাসান নৌকা থেকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে একে একে সবাই পানিতে ডুবে যায়।
 

ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই আবু হাসান, ছায়েবা ও পলির মরদেহ উদ্ধার করে। পরদিন শনিবার উদ্ধার হয় কুলসুমের মরদেহ, আর রোববার সকালে পাওয়া যায় বৈশাখীর নিথর দেহ।
 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, পাঁচ শিশুরই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬