|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ণ

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল


কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 


কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী পথসভা ও গণসংযোগ ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই বিভিন্ন স্থানে জনতার ঢল নামে।


বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামঘর দক্ষিণপাড়া, পরমতলা মাদরাসা মাঠ, বাঁশকাইট বাজার ও পান্তি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা ও গণসংযোগ করেন কায়কোবাদ। এ সময় তার গাড়িবহর অগ্রসর হলে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


পথসভায় বক্তব্যে কায়কোবাদ বলেন, আমি আপনাদেরই একজন কামলা। আপনারাই আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি আজীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।


তিনি আরও বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।


মুরাদনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই মাটির মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবেন।


এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, দুলাল সরকার, মো. আবুল হাসান ছিটন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬