মেলায় হিজড়া সেজে অশ্লীল নৃত্য, চার যুবকের কারাদণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪২ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
মেলায় হিজড়া সেজে অশ্লীল নৃত্য, চার যুবকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি:-

 

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় হিজড়া পরিচয়ে অশ্লীল নাচ প্রদর্শনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
 

রোববার রাত সাড়ে ১১টার দিকে মেলায় দায়িত্ব পালনের সময় চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
 

আটক ব্যক্তিরা হলেন—মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯) ও সম্রাট হোসেন (২১)।
 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি জানার পর তিনি সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে পাঁচ দিন এবং অপর একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।