রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের এডহক কার্যকরী পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ণ   |   ৭০৬ বার পঠিত
রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের এডহক কার্যকরী পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের এডহক কার্যকরী পর্ষদের প্রথম সভা সংগঠন কার্যালয়ে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
 

সভায় বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সদস্য মাহামুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. শাহেদ হোসেন, মো. ফয়সাল কবির, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, মোছা. রেবেকা সুলতানা ও মো. কাফি ইসলাম লিমন।
 

সভায় বক্তারা রেড ক্রিসেন্টের বিষয় ভিত্তিকের উপর বিস্তারিত আলোচনা করেন। তারা আরও বলেন, এই এডহক কমিটি আগামী তিনমাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।