|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:২১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা হবে: সিইসি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা হবে: সিইসি


ঢাকা, ৯ ডিসেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
 

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
 

এক সাংবাদিক জানতে চাইলে, “জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে?” জবাবে সিইসি বলেন, “এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।”
 

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে সিইসি বলেন, “প্রধান বিচারপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি। উনি এই মাসে অবসরে যাচ্ছেন। আমরা একসাথে কাজ করেছি, সেজন্য তাঁকে শুভেচ্ছা জানাতে সাক্ষাৎ করেছি।”
 

সিইসি আরও জানান, “প্রধান বিচারপতির নেতৃত্বে ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডেপ্লয় করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছি।”
 

প্রধান বিচারপতি এই বিষয়ে আশ্বাস দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডেপ্লয়মেন্ট সংক্রান্ত সকল ব্যবস্থা যথাযথভাবে নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।”
 

একই সঙ্গে সিইসি নিশ্চিত করেন, “মামলা সংক্রান্ত কোনো আলোচনা প্রধান বিচারপতির সঙ্গে হয়নি।”
 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে সিইসি সুপ্রিম কোর্টে পৌঁছে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাগত জানান। এরপর দুপুর ২টা ৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শুরু হয়।

সূত্র: বাসস!


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫