চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ অক্টোবর ২০২৫ ০৭:২৯ অপরাহ্ণ   |   ১৩৯ বার পঠিত
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:-


 

আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” — এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুরে জেলা পরিষদ সংলগ্ন মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের নতুন অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
 

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী
 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইসমাইল, কার্যকরী সদস্য ও মাতৃভূমির খবর প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য ও দৈনিক বাংলার নবকণ্ঠ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহিন আকতার, এবং মানবকণ্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।
 

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল থেকেই চাঁপাই প্রেসক্লাব জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
 

সভায় সভাপতির বক্তব্যে আক্তারুজ্জামান (ইসা) বলেন, “আজ থেকে চাঁপাই প্রেসক্লাবের নতুন অফিস থেকেই আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। শুরু থেকেই আমাদের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিবেদিত ছিলেন, ভবিষ্যতেও এই দায়িত্ববোধ ও সততার ধারা বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।”