|
প্রিন্টের সময়কালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ণ

শিগগির দেশে ফিরছেন তারেক রহমান: লুৎফুজ্জামান বাবর


শিগগির দেশে ফিরছেন তারেক রহমান: লুৎফুজ্জামান বাবর


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে, তিনি অচিরেই ফিরবেন।”
 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাবর।
 

তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
 

বাবর আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টার ঘাটতি নেই। বিএনপিও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে, যেগুলো নিয়ে সচিবালয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।
 

প্রায় ১৮ বছর পর আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুৎফুজ্জামান বাবর। সেখানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫