নির্বাচনে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল ইসলাম খান
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে কোনো ষড়যন্ত্র জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। তিনি বলেন, জনগণ নিজস্ব মতপ্রকাশের মাধ্যমে যেকোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিকেলে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নজরুল ইসলাম খান বলেন, “একটি জরিপে জনগণের ৬৬ শতাংশ বলেছেন, এই নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে। আর ২৬ শতাংশ ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীকে। অন্যান্য দলগুলোর ভোটভাগ খুবই নগণ্য। এটি দেখেও কেউ হতাশ হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করেছে। তাই কোনো ষড়যন্ত্র সফল হবে না।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পর আমরা একমাত্র লক্ষ্য নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। সম্প্রতি বাংলাদেশের জনগণ ১৫ বছরের নিপীড়নকারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। সেই জনগণ কোনো ষড়যন্ত্রকে সহ্য করবে না।”
নজরুল ইসলাম খান দেশের উন্নয়ন প্রকল্পের দিকে ইঙ্গিত করে বলেন, “আমরা বড় বড় দালানকোঠা, এক্সপ্রেসওয়ে, নতুন ট্রেনসহ উন্নয়ন দেখেছি। কিন্তু জনগণের মৌলিক চাহিদা এখনও অপূর্ণ। প্রতিবছর বাংলাদেশে কোটিপতি সংখ্যা বাড়ছে, তবুও লাখ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। এটি গ্রহণযোগ্য উন্নয়ন নয়।”
‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫