জামালপুরের মাদারগঞ্জে কড়ইচড়া ইউনিয়নে লালডোবা গ্ৰামে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করা হয়।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
জামালপুরের মাদারগঞ্জে কড়ইচড়া ইউনিয়নে লালডোবা গ্ৰামে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করা হয়।

মোঃ আলমগীর হোসাইন, জেলা প্রতিনিধি (জামালপুর):-


 

কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙ্গে যায়।


ভাঙ্গা রাস্তা দিয়ে পায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুক্রবার সকালে লালডোবা পশ্চিম পাড়া নিপীড়িত যুবসমাজের একতা ক্লাবের উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়। 

 

এই সময় উপস্থিত ছিলেন নিপীড়িত যুবসমাজ একতা ক্লাবের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রমন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসাইন হৃদয়।
 

অন্যান্যদের মধ্যে আবুল বাসার ঝন্টু, জাহাঙ্গীর, জুয়েল,রঞ্জু,মুঞ্জু,তুষার, আকরাম,ফজলু, বজলু  সহ নিপীড়িত যুবসমাজ একতা ক্লাবের সকল সদস্য বৃন্দ।
 

সংগঠনের সভাপতি সোহেল রানা গণমাধ্যম কে বলে, এলাকায় সামাজিক উন্নয়ন কাজে প্রয়োজনে কায়িক শ্রমের মাধ্যামে সকল সদস্য মিলে মিশে কাজ করে থাকি।
 

এলাকার সংকট কালীন সময়ে প্রাকৃতিক দূর্যোগে, রাস্তাঘাট নষ্ট হলে রাস্তা অবরোধ হয়ে থাকলে তা নিরসনে তাৎক্ষনিক ব্যবস্থা করে থাকি।
 

সমাজের হত দরিদ্র জনগণকে ক্লাবের পক্ষ থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করে থাকি।
 

তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ধারাবাহিক ভাবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।