কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ জুন ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ   |   ৩৪৬ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-

 

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ কলেজপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 

গ্রেফতারকৃতরা হলেন—বি চাপিতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত এবং একই গ্রামের মোঃ হিরো। রবিবার রাতে পরিচালিত অভিযানে মোঃ হিরোর বাড়িতে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী আট কেজি গাঁজা, ১৭০ পিস ইয়াবা এবং একটি বিদেশি মদের বোতল জব্দ করে।
 

এ অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেয় এবং তাদের সহায়তা করেন বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ও তার সঙ্গীয় ফোর্স।