|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০৯:২০ অপরাহ্ণ

বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড হবে ১০ ডিসেম্বর


বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড হবে ১০ ডিসেম্বর


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।
 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি বলেন, “আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। ভাষণের বিষয়বস্তু ও রেকর্ডিংয়ের সময় সিইসি নিজেই নির্ধারণ করবেন।”
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, রেকর্ডিংয়ের তারিখ নির্ধারিত হলেও ভাষণের বিষয়বস্তু বা সময় এখনো চূড়ান্ত হয়নি। সিইসি সবকিছু নিশ্চিত করার পর গণমাধ্যমকে অবহিত করা হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময়ও এখনো নির্ধারিত হয়নি, তবে মঙ্গলবার তা জানা যেতে পারে।
 

পোস্টাল ব্যালটের নিবন্ধন ১৫ দিনের মধ্যে

তফসিল ঘোষণার পর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যোগ্যদের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানান ইসি সচিব। তিনি বলেন, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে হবে।
অন্যদিকে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের নিবন্ধন সময়সীমা আলাদাভাবে নির্ধারণ করা হবে। সাধারণ যোগ্য ভোটারদেরও একই সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

 

বিটিভি-বেতারকে ইসির চিঠি

সিইসির ভাষণ প্রচারের লক্ষ্যে আজই বিটিভি ও বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিইসির ভাষণ বিটিভি ও বেতারে একযোগে প্রচার করা হবে। রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত হলে বিটিভির রেকর্ডিং টিমকে দ্রুত নির্বাচন কমিশনে পাঠানোর প্রস্তুতি রাখতেও বলা হয়েছে। নির্ধারিত সময়ে ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
 

এদিকে, গতকাল নির্বাচন কমিশনের দশম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সিইসির ভাষণ রেকর্ডিংয়ের প্রস্তুতি—প্রচলিত নিয়ম অনুযায়ী এসব কার্যক্রম এগিয়ে চলছে বলে তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫