শুক্র ও শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মিলবে সকল নাগরিক সেবা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ০১:৩৭ অপরাহ্ণ   |   ১৪১ বার পঠিত
শুক্র ও শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মিলবে সকল নাগরিক সেবা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আগামী শুক্রবার (২৭ জুন)শনিবার (২৮ জুন) সরকারি ছুটির দিন হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দু’দিন নগরবাসী পাবেন সকল ধরণের নাগরিক সেবা।
 

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগর ভবনের পাশাপাশি সকল আঞ্চলিক কার্যালয় ও অন্যান্য সংশ্লিষ্ট অফিস যথারীতি খোলা থাকবে। মঙ্গলবার (২৪ জুন) রাতে করপোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে ৩৯ দিন নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে রাখে তার সমর্থকরা। অবশেষে সোমবার (২৩ জুন) তালা খুলে দেওয়া হয় এবং স্বাভাবিক কার্যক্রমে ফেরে ডিএসসিসি।
 

একইসঙ্গে করপোরেশন পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা এখনো কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা আগামী ৩০ জুনের মধ্যে ১৫ শতাংশ সারচার্জ (জরিমানা) ছাড়া অর্থ পরিশোধ করতে পারবেন।
 

রাজস্ব পরিশোধ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য করদাতাদের উপকর কর্মকর্তা সৈয়দ তানভীন হাসান (মোবাইল: ০১৮৩০৫৬২৩১৫) এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।