টেকনাফে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ০৬:১২ অপরাহ্ণ   |   ১৩৮ বার পঠিত
টেকনাফে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
 

রোববার (২৯ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
 

নিহত যুবকের নাম মো. পারভেজ মোশারফ (১৯)। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইট পাড়ার আবুল ফয়েজের ছেলে। আহতদের একজন, মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সাঈদী (২১), মহেশখালীর বাসিন্দা। অপর দুইজন অটোরিকশা যাত্রী হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

ওসি গিয়াস উদ্দিন জানান, কক্সবাজারমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ বাহারছড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।