নাটোরে ট্রেন দুর্ঘটনা আটকালেন স্থানীয় নারীরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৫:৩৭ অপরাহ্ণ   |   ৬৬৬ বার পঠিত
নাটোরে ট্রেন দুর্ঘটনা আটকালেন স্থানীয় নারীরা

ঢাকা প্রেস
নাটোর প্রতিনিধি:-


নাটোরের লালপুরে এক দুর্ঘটনা আটকে স্থানীয় নারীরা প্রশংসা কুড়িয়েছেন। শনিবার সকালে আজিমনগর-আব্দুলপুর রেললাইনে ফাটল দেখতে পেয়ে তারা লাল ওড়না উড়িয়ে ট্রেন থামিয়ে দেন।

 

ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি যখন ওই এলাকায় পৌঁছায়, তখন নারীদের এই সতর্কতা সঙ্কেত দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে পাঁচ শতাধিক যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
 

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলপথ সংস্কারের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।