কাজী নজরুল ইসলামের বায়োপিকে দুই বাংলার তারকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২২ অপরাহ্ণ   |   ৭১৪ বার পঠিত
কাজী নজরুল ইসলামের বায়োপিকে দুই বাংলার তারকা

ঢাকা প্রেস
বিনোদন ডেস্ক:-


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। নির্মাতা আব্দুল আলিমের এই প্রকল্পে কবির ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার দুই বিবাহের ঘটনা তুলে ধরা হবে।

 

কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে কলকাতার ইশা সাহাকে দেখা যেতে পারে। তবে ইশা সাহা এখনো চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হননি।
 

কবি নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। তিনি জানান, কবির জীবন একটি অধ্যায় অধ্যায় করে পড়ছেন। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
 

এই বায়োপিকে দুই বাংলার অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে, কারণ নজরুল দুই বাংলাতেই সমান জনপ্রিয়। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং সংগীত পরিচালনা করবেন জয় সরকার। চলতি বছরের শেষ নাগাদ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।