রাকসুর নির্বাচনী প্রচারণা শুরু আজ, মানতে হবে কঠোর নিয়ম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত।
প্রার্থীদের জানানো হয়েছে, প্রচারণায় অবশ্যই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে শুধুমাত্র প্রার্থী ও ভোটাররা প্রচারণায় অংশ নিতে পারবেন।
প্রচারণার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাও আরোপ করা হয়েছে। কেবল সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার সর্বোচ্চ মাপ ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৪৫ সেন্টিমিটার প্রস্থ। ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লেখালেখি সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।
আচরণবিধি অনুযায়ী, আবাসিক হলে পরিচিতি সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। ছাত্রীদের হলে ছাত্র বা ছাত্রদের হলে ছাত্রী প্রবেশ করতে পারবেন কেবল অনুমতি সাপেক্ষে। এছাড়া, ক্যাম্পাসে কোনো সভা আয়োজনের আগে প্রক্টরকে সভার স্থান ও সময় জানাতে হবে। নির্বাচনী সময়ে সবার জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক এবং বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।
এ ছাড়া কোনো প্রার্থী বা তার সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ বা ভোটদানে বাধা সৃষ্টি করতে পারবেন না। হল ও একাডেমিক ভবনের ভেতরে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ। প্রচারণায় মিডিয়ার মাধ্যমে মানহানিকর, অশালীন বা উসকানিমূলক বক্তব্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
এসব নিয়ম লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। কিছু বিষয় এখনো সংযোজন বাকি রয়েছে, যা আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫