৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৫:১০ অপরাহ্ণ   |   ৫৫০ বার পঠিত
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, গত তিন মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
 

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।
 

উপদেষ্টা বলেন, “নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে।” তিনি জানান, চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে।
 

পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাবের কথা উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, “টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, সরকারি ক্রয়কে প্রতিযোগিতার আওতায় আনতে হবে, এবং আর কোনও ব্যবসায়ী সরকারের সঙ্গে সখ্য রেখে ব্যবসা চালিয়ে যেতে পারবেন না। ভালো ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে।