বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তিনি স্পষ্ট করে বলেন, দলটির নেতা-কর্মী ও সমর্থকরা জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন তা নির্ধারণ করার অধিকার কেবল তাদেরই আছে, অন্য কারও নয়।
শনিবার ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফাওজুল কবির বলেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে না। সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন চলাকালে কোনো সরকারি কর্মকর্তা যদি পক্ষপাতমূলক আচরণ করেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, যে দলই নির্বাচনে বিজয়ী হোক, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব থাকবে নতুন সরকারকে সহায়তা করা। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) কিংবা ওসিরা যদি নির্বাচনে পক্ষ নেন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের “লায়লাতুল নির্বাচন”-এ রাতের ভোটের জন্য অনেক ডিসিকে শাস্তির মুখে পড়তে হয়েছিল।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো বড় সংকট নেই। কিছু শিল্প এলাকায় সামান্য গ্যাস ঘাটতি থাকলেও তা সমাধানে কাজ চলছে। পাশাপাশি তিনি জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে কিছুটা ভোগান্তি তৈরি হলেও উন্নয়নমূলক কাজ শেষ হলে মানুষ তার সুফল পাবে।
সভা শেষে উপদেষ্টা বিভিন্ন উপজেলার ইউএনও ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ ও ধামরাইয়ের ইউএনও মামনুন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে ফাওজুল কবির ধামরাইয়ের শৈলান গ্রামে তার প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রম ‘শৈলাননিবাস’ পরিদর্শন করেন এবং বিকেল চারটার দিকে ঢাকায় ফিরে আসেন।