ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ মে ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ   |   ১৭৬ বার পঠিত
ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
 

রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা এ আপিল আবেদন দায়ের করেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
 

এর আগে, গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনের শপথ বন্ধে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। আদালত আদেশে উল্লেখ করেন, আবেদনটি শুনানিযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে।