|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৬:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা


ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার” প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। সমাজের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি নারীদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করেছেন। তাঁর আদর্শ বর্তমান নারীদের এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। তিনি উপস্থিত সম্মাননা-প্রাপ্ত অদম্য নারীদের উদ্দেশে বলেন, “আপনাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান উল্লেখ করেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অর্থনৈতিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সমাজে তাদের অবস্থান সুদৃঢ় হয় না। দেশের উন্নয়নেও নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
 

আলোচনা শেষে জেলা ও সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫