আরব আমিরাতের আজমানে গান গাইবেন প্রীতম হাসান!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জুন ২০২৪ ০৩:৪৩ অপরাহ্ণ   |   ৪৬২ বার পঠিত
আরব আমিরাতের আজমানে গান গাইবেন প্রীতম হাসান!

কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ দিয়ে শুরু, শেষে এলো ‘লাগে উরা ধুরা’, পাশাপাশি লন্ডনে কনসার্ট—মে মাসটা যেন নিজের করে রেখেছিলেন প্রীতম হাসান। পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন।

 

এবার প্রীতম জানালেন, এ মাসে তিনি গাইতে যাবেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের শহর আজমানে। সেখানকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ২২ জুন অনুষ্ঠিত হবে ‘বাংলা কার্নিভাল ২০২৪’। এতে প্রধান আকর্ষণ হিসেবে পারফরম করবেন প্রীতম। এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় এই গায়ক-সুরকার-অভিনেতা।