আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা অত্যন্ত কম, আসলে বলতে গেলে নেই বললেই চলে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে কখনো ভদ্রলোকের দল হিসেবে চেনে না, কারণ তারা কখনো গুণীজনদের সম্মান দিতে জানে না। গণহত্যাকারীরা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, মাওলানা ভাসানীকে তাঁর নিজ হাত গড়া আওয়ামী লীগ কখনোই সম্মান বা শ্রদ্ধা জানায়নি। বর্তমান স্বৈরাচারী সরকার, প্রধানমন্ত্রী হাসিনা, কখনোই ভাসানীর মাজারে গিয়ে শ্রদ্ধা জানাননি। কিন্তু বেগম খালেদা জিয়া, বিএনপি’র নেতা, ভাসানীর মাজারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপি গুণীজনদের সম্মান দিতে জানে।
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা না আসায় ক্ষোভ প্রকাশ করে টুকু বলেন, "আজ তাদের এখানে আসা উচিত ছিল।"
তিনি আরো বলেন, "আজকের বাংলাদেশ চায় ঐক্যবদ্ধ দেশ। বাংলাদেশ চায় একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে পারবে।"
এই কারণে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান।
স্মরণসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতারা।
এর আগে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫