|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৬:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৪:২৯ অপরাহ্ণ

হাদি হত্যাকাণ্ড: চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি বৃহস্পতিবার


হাদি হত্যাকাণ্ড: চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি বৃহস্পতিবার


ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার মামলায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুনানি নির্ধারণ করেছেন।
 

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে রাষ্ট্রপক্ষের সহায়তার জন্য তিনজন আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।
 

এর আগে সকালেই আদালতে উপস্থিত হন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তারসহ অন্যান্যরা। বাদী আদালতে মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের প্রতি সমর্থন জানান।
 

আদালতে মামলার আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য মঙ্গলবার ও বুধবার সময় চেয়ে আবেদন করেন। আদালত এই আবেদন গ্রহণ করে দুই দিন সময় বরাদ্দ করেন। পর্যালোচনা শেষে বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬