বলপ্রয়োগ যত কম করা যায়, ততই ভালো

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৭ অপরাহ্ণ   |   ১৯৪ বার পঠিত
বলপ্রয়োগ যত কম করা যায়, ততই ভালো

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে বল প্রয়োগ করলে তা পেশাদারিত্বের সঙ্গে, যতটা সম্ভব কম হতে হবে।
 

সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটি দীর্ঘ সময় ধরে চলতে থাকায় আমাদের ধৈর্য ধরে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটি সম্পন্ন করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে হবে এবং যতদিন পর্যন্ত না একটি নির্বাচিত সরকার পাই, আমাদের এই কাজ ধৈর্যসহকারে করতে হবে।”
 

এদিনের অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ৩৩ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয়েছে সাত ব্রিগেড ডিভিশন। সমাপনী অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।