ভূমধ্যসাগরে একাধিক নৌকাডুবি: শত শত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
অনলাইন ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় সাম্প্রতিক দিনগুলোতে শত শত অবৈধ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একাধিক প্রাণঘাতী নৌকাডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটি জানিয়েছে, গত ১০ দিনে একাধিক নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর রয়টার্সের।
আইওএমের প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব নৌকাডুবির ঘটনায় ভূমধ্যসাগরে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী হয় নিখোঁজ হয়েছেন, নয়তো প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য তুলে ধরে গভীর উদ্বেগ জানানো হয়। গত শনিবার প্রথম প্রকাশিত ওই বিবৃতি সোমবার হালনাগাদ করা হয়।
আইওএম বলেছে, ধারাবাহিক এসব হৃদয়বিদারক ঘটনা আবারও প্রমাণ করে যে অবৈধ অভিবাসী পাচার এখনো বন্ধ হয়নি। দালালচক্রগুলো ঝুঁকিপূর্ণ ও ভাঙাচোরা নৌকায় গাদাগাদি করে মানুষকে সাগর পাড়ি দিতে পাঠাচ্ছে, যার ফলে প্রাণহানির ঘটনা বাড়ছে।
সংস্থাটি আরও জানায়, এসব অপরাধী চক্র ভেঙে দিতে এবং সাগরে প্রাণহানি রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের এখনই সময়।
এদিকে ইতালির ল্যাম্পেদুসা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় তল্লাশি চালানোর সময় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইওএম। সংস্থাটির তথ্যমতে, নৌকাটি তিউনিসিয়ার স্যাফ্যাক্স বন্দর থেকে যাত্রা করেছিল।
নিহতদের মধ্যে আনুমানিক এক বছর বয়সী যমজ দুই বোনও রয়েছে। ইউরোপের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। শিশু দুটির মা এবং বেঁচে যাওয়া এক অভিবাসনপ্রত্যাশী এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬