
ঢাকার একটি জাতীয় পত্রিকায় "সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সীতাকুণ্ডবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বিএনপির এক দায়িত্বশীল নেতা আকবর হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে চট্টগ্রাম-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর কাজী সালাউদ্দিন শহীদ জিয়াউর রহমানের মাজার জেয়ারত করেছেন এবং গণসংযোগ, মিটিং ও মিছিল চালিয়ে আসছেন।
অপরদিকে, চেয়ারম্যানের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএও মিটিং, মিছিল ও মানববন্ধন পালন করে আসছেন। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটি নতুন কোনো পরিবর্তনের সিদ্ধান্ত দেয়নি।
গত রবিবার কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ঢাকাস্থ বাসভবনে চট্টগ্রামের মনোনয়নপ্রাপ্ত নেতারা সাক্ষাৎ করেন। সেখানে মাহবুব রহমান শামীমসহ অন্যান্য নেতারা আনন্দঘন পরিবেশে চা চক্রে অংশ নেন এবং প্রার্থীদের নিয়ে ফটোসেশন করেন। কিছু সময়ের জন্য লায়ন আসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন, তবে মনোনয়ন পরিবর্তন বা সংশোধন নিয়ে কোনো আলোচনা হয়নি।
আকবর হোসেন বলেন, "মোটা অংকের টাকা খেয়ে উক্ত পত্রিকাটি (যুগান্তর) বিভ্রান্তিকর, আজগবী সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"
তিনি আরও স্পষ্ট করেন, সীতাকুণ্ডে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী একমাত্র কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং তিনি থাকবেন।
এদিকে কাজী সালাউদ্দিনও সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।